বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ও অসৎ কোম্পানির মাল বিক্রয় করার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নগদ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষন অধিদপ্তর আজ শনিবার (৪জানুয়ারী ) উপজেলার বোয়ালিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন। বরিশাল বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শাহ শোয়াইব হোসেন মিঞা অভিযানের নেতৃত্ব দেয়।অভিযান পরিচালনাকালে তিনি বোয়ালিয়া বাজারের জনতা বস্ত্রালয়, রিপন হোটেল, অরুণ স্টোর্স, বসির স্টোর্স সহ বেশ কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করে প্রায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষে তিনি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রচারনা ও লিফলেট বিতরণ করেন।