মনপুরায় মেঘনা নদীতে নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল - The Barisal

মনপুরায় মেঘনা নদীতে নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল

  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৫, ০৬:৫৬
  • 113 বার পঠিত
মনপুরায় মেঘনা নদীতে নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.5208333, 0.5490074);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

সংবাদটি শেয়ার করুন....

মনপুরা ( উপজেলা ) প্রতিনিধি।

ভোলার মনপুরায় মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে গিয়ে এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে ইতোমধ্যে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মনপুরায় এসে পৌছেছে। কাজ শুরু করলেও মেঘনার স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ডুবুরি টিম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ) বিকাল ৩ টায় উপজেলার হাজীর হাট সী-ট্রাক ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই নিখোঁজের ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারের জন্য মনপুরা কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৪ ঘণ্টা ব্যাপী তল্লাশী চালালেও নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় বেহুন্দি মালিক আলামিন, ফরিদ, জাকির, সুজন, রহমান, শাহে আলাম জানান, নিখোঁজ জেলে মোঃ মোস্তফা (৪৫)। সে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মুজাম্মেল হকের ছেলে।
তারা আরও জানায়, মঙ্গলবার বিকেল ৩ টায় মোস্তফা বেহুন্দি জাল বসানোর জন্য নদীতে যায়। কিন্তু অনেক্ষন পর নৌকাতে কোন মানুষ দেখতে না পেয়ে জেলেদের সন্দেহ হয়। তখন জেলেরা গিয়ে খালি নৌকাটি উদ্ধার করলেও জেলে মোস্তফাকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তার সার্বিক তত্ববধানে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে বরিশাল থেকে মনপুরায় আনা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল থেকে ডুবুরি টিমটি মনপুরায় এসে পৌছায়।এদিকে মনপুরা ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে আগত ডুবুরি টিমের যৌথ প্রচেষ্ঠায় নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ চলছে।
এব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ ফজলুর রহমান জানান, আমরা গতকাল থেকে উদ্ধার কাজে স্বক্রিয় আছি। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের বরিশাল রেঞ্জের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস বরিশাল রেঞ্জের ডুবুরি টিম লিডার মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে মেঘনা নদীর এই পয়েন্টে স্রোত বেশি হওয়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। নিঁখোজ জেলেকে খুঁজে পেতে অনুসন্ধানের ভিত্তিতে আমাদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট