বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)-২০২৪ ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) – ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ (বুধবার) নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ফুটবল খেলা একসময় আমাদের গৌরব ছিল। কালের বিবর্তনে এই খেলার জৌলুশ হারিয়ে যাচ্ছে। জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ ফুটবল খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি প্রতিটি স্কুলে নিয়মিত খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার ফলে শারীরিক ও মানসিক গঠন পরিপূর্ণ হয়। এসময় তিনি বাচ্চাদের মোবাইল থেকে ফিরিয়ে এনে খেলাধুলায় মনোযোগী করতে পারলে তাদের সামাজিক বিকাশ ঘটবে বলেও উল্লেখ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।