বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল শহর জুড়ে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ, এসেছে প্রাণহানির খবরও। যার ফলে ইতোমধ্যেই লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির জন্য নাকি প্রথমবারের মতো বাতিল হতে পারে অস্কার?
দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলের কারণে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে!
একটি অভ্যন্তরীণ সূত্র নিউজ পোর্টালকে বলেছে, এই মুহূর্তে তারা এই অনুষ্ঠান উদযাপন করতে পারবেন বলে মনে হয় না। লস অ্যাঞ্জেলস অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে। এমনকি আগামী সপ্তাহে যদি দাবানল কমেও তাও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা মেটানো বেশ কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় তা তহবিল থেকে লস অ্যাঞ্জেলসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
২০২১ সালে যখন বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি অব্যহত ছিল, তখন অস্কার বাতিল হওয়ার পরিবর্তে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে টম হ্যাঙ্কস, এমা স্টোন, মেরিল স্ট্রিপ এবং স্টিভেন স্পিলবার্গের মতো তারকাদের নেতৃত্বে আনুষ্ঠানিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনুষ্ঠানটি বাতিল করা দরকার।
GOVT
ওই প্রতিবেদনে বলা হয়, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ১ লাখ ৪০ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার ডলার) মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে। এই গুডি ব্যাগগুলির মধ্যে সুইস আল্পসে তিন রাত থাকা, কসমেটিক্স সার্জারি, গয়না এবং একটি ১,২২০ ডলারের বারবিকিউ গ্রিল থাকে। তবে বোর্ডের সদস্যরা এই পরিস্থিতিতে এই সব অপ্রয়োজনীয় বলে মনে করেছেন।
তবে অস্কার অনুষ্ঠান বাতিলের খবরটি নিয়ে বেশকিছু প্রথমসারির অনলাইন ‘ফ্যাক্ট চেক’ দিয়ে খবর প্রকাশ করেছে। হলিউড রিপোর্টারের বরাতে রিপাব্লিক ওয়ার্ল্ড.কম-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্কার অনুষ্ঠান বাতিলের খবরটি সত্যি নয়। অ্যাকাডেমির অব মোশন পিকচারের উর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে সেখানে বলা হয়, অস্কার আয়োজন বাতিলের সিদ্ধান্তটি গুজব, এটি পরিকল্পনা মাফিক ২ মার্চেই অনুষ্ঠিত হবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনয়ন ভোটের সময়সীমা ১৭ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।