মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি - The Barisal

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি

  • আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২৫, ০৭:৩০
  • 151 বার পঠিত
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি
সংবাদটি শেয়ার করুন....

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে এবার মাদক কারবারি ও চাঁদাবাজদের সতর্ক করতে মাইকিং করেছে বিএনপি। আজ মঙ্গলবার পৌর শহরসহ উপজেলার সাতটি ইউনিয়নে এ প্রচার চালানো হয়। বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁরা জানান, বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। বিএনপি মাইকিং করে চাঁদাবাজির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন স্থানীয় প্রশাসন কঠোরভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটাই দাবি তাদের।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেতাগী উপজেলায় মাদক কারবারি ও অসাধু লোকজন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে ও সালিস–বাণিজ্যের নামে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে।
তাই মাদক কারবারি, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য বেতাগী উপজেলা ও পৌর বিএনপি এ উদ্যোগ নিয়েছে। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং এসব কার্যক্রম সমর্থন করে না।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট