বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
র্যাব-৮ এর সদস্যরা ভান্ডারিয়ায় ৫ভূয়া চিকিৎসককে আটক করেছে। এরা হচ্ছে শামীম আকন, জনতা ডেন্টাল কেয়ারের মোঃ ফাইজুল হক রানা, মডার্ন ডেন্টাল কেয়ারের মোঃ বাবুল হোসেন, মহিউদ্দিন আহম্মেদ পলাশ, জসিম উদ্দিন শাহীন ও শামীম আকনের ক্লিনিক ভবন মালিক আব্দুল কাদের হাওলাদার । আটককৃত ৫ ভূয়া ডাক্তারের ৫টি চেম্বার ও ক্লিনিক সিলগালা করা হয়। এসময় তার ক্লিনিক থেকে চিকিৎসাধীন পাঁচজন রোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। র্যাব জানায় কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার পরেও এরা গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসার নাম করে মানুষকে প্রতারণা করে আসছিল।