বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বরিশাল আঞ্চলিক কার্যালয়ে “তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্পের অধীনে (দৃষ্টিপ্রতিবন্ধী) ব্যক্তিদের জন্য ১১তম ব্যাচের ICT কোর্স অনুষ্ঠিত হয়েছে।
কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বিসিসি বরিশাল এর আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যন প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম।
আরও উপস্থিত ছিলেন বিসিসি বরিশাল এর মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম, বরিশাল সরকারী দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মেহেরাব হোসেন সহ বিসিসি বরিশাল কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রশিক্ষনার্থীরা।