বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার(৭ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে এয়ারপোর্ট থানাধীন ০২নং কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া বাজার এলাকা থেকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ- পুলিশ পরির্দশক(এসআই) খাইরুল আলম আটক করে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ পিচ ইয়াবাসহ নেয়ামুল হাসান সজিব (২৩)কে আটক করা হয়।
আটককৃত নেয়ামুল হাসান সজিব কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার শরেশপুর ইউনিয়নের শরেশপুর গ্রামের অজিল্লাহ ভূঁইয়ার ছেলে।
এঘটনায় বরিশাল মেট্টোপলিটন এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।