বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনায় স্বামীর দায়ের কোপে অনার্স প্রথম বর্ষে পড়–য়া স্ত্রী জাঁকিয় কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৪ টার সময় বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রী জাঁকিয়া আক্তার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের মো. বাদল হাজীর একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে পার্শ্ববর্তী উত্তর গুদিঘাটা গ্রামের মো. রত্তন হাওলাদারের ছেলে আবু সালেহ সাথে জাকিয়ার পারিবারিক ভাবে বিয়ে হয়। সে থেকেই জাঁকিয়া বাবার বাড়িতে থেকে লেখাপড়া করতো। তার স্বামী আবু ছালে (২৫) শ্বশুর বাড়ীতে বেড়াতে এলে তার বউয়ের সাথে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে জাকিয়ার স্বামী আবু ছালে হাতের কাছে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রী কে এলো পাথারী ভাবে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে বামনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান বলেন, আমি হত্যাকাÐের ঘটনার কথা শুনেই ঘটনাস্থানে গিয়েছি এবং ঐ এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আবু সালেকে গ্রেফতার করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।