বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল সিটি মার্কেটের কাঁচা বাজারে আকস্মিক অভিযান চালিয়ে দুটি ভিডিও গেমস’র দোকান সিলগালা এবং ৭টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এর পাশাপাশি ক্যারম বোর্ড খেলার নামে জুয়ার আসর বন্ধ করে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।
তিনি বলেন, আকস্মিকভাবে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ক্যারম বোর্ড খেলার নামে জুয়ার আসর পণ্ড করে দেওয়াসহ সকলকে সতর্ক করা হয়েছে।
এছাড়াও মার্কেটের মধ্যে থাকা দু’টি ভিডিও গেমসের দোকান সিলগালা করা হয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিএ’র জায়গায় অবৈধভাবে স্থাপন করা সাতটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
আজমল হুদা মিঠু সরকার জানান, এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কীর্তণখোলা নদী রক্ষায় নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।