বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রতিদিন ডেস্ক \ : পটুয়াখালীতে ঢাকা-কুয়াকাটা সড়কে সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী বরিশাল মহানগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লাবুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় গাবুয়া স্ট্যান্ডের কাছে এ দুঘর্টনা ঘটে।
মৃত লাবুর বাসা বরিশালের ভাটিখানা এলাকায়। গুরুতর আহত মোটরসাইকেল চালক সুরুজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বিএনপি নেতা লাবু ও তার সহযোগী সুরুজ মোটরসাইকেলে বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে পটুয়াখালী সদর উপজেলার গাবুয়া স্ট্যান্ডের কাছে সামনের একটি ট্রাককে ওভারটেক করার সময় পেছন থেকে সাকুরা পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘনটাস্থলেই লাবু মারা যান। গুরুতর আহত হন সুরুজ। সাকুরা পরিবহনের বাসটি চালকসহ আটক করেছে পুলিশ।