বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উজিরপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা মুজিববর্ষ এবং অপ্রতিরোধ্যে অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত।
উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে সরকারি ডব্লিউ ডি ইউনিয়ন মডেল হাইস্কুল মাঠে শেষ হয় এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল , উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ শিকদার বাচ্চু , পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন, সরকারি শেরেবাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ তৌহিদ ইরান , অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা , এছাড়াও দিনব্যাপী বঙ্গবন্ধুর জিবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন , বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা ,শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও স্থানীয় শিল্পী কলাকুশলী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা রয়েছে ।