বরিশাল ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী ও বরগুনা জেলার ৫৫টি মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের জন্য ১১ লক্ষ নগদ অর্থ বিতরন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকাল ১১টায় পটুয়াখালী পিটিআই হল রুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-পরিচালক মোঃ ওয়াজেদ আলী গাজী এর সভাপতিত্বে সততা স্টোর স্থাপনের জন্য অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রতি বিদ্যালয়ে ২০ হাজার টাকা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধির হাতে নগদ অর্থ তুলে দেন দুদক বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ জুলফিকার আলী।
এ সময় বক্তব্য রাখেন পিটিআই সুপারিনটেনডেন্ট খাদিজা পারভীন, বরগুনা জেলা শিক্ষা অফিসার মোঃ শাহদত হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন দুদক সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোজাম্মিল হোসেন, এসআই সাঈদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তা ও পটুয়াখালী জেলার ৩৫ টি ও বরগুনা জেলার ২৫ টি বিদ্যালয়ের প্রধানগন।