বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশাল জেলা কমিটি জাসদ নেতা কাজী বাকি উল-াহ (বাক্কু কাজী) (৬৫), হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনিষ্ট্রটিউটটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার
(১৪) জানুয়ারী সকাল সাড়ে ৮ টায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।
তার মৃত্যুতে আজ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, মোঃ আব্দুল হাই মাহাবুব এক বিবৃতি শোক প্রকাশ করে বলেন, আজন্ম জাসদ রাজনীতির পক্ষে লড়াই –সংগ্রামে অবিচল থাকা জাসদ নেতা কাজী বাকী উল-াহ’র মৃত্যুতে জাসদ এবং দেশবাসী সমাজতন্ত্রের পক্ষের রাজনীতির একজন যোদ্ধাকে হারিয়েছে।
জাসদ নেতা কাজী বাকী উল্লাহ পিতা-মাতার এক মাত্র সন্তান সহ তিনি মৃত্যু কালে চিরকুমার ছিলেন। বুধবার সকাল ৮টায় বরিশাল জেলার হিজলা থানার বড়জালিয়া ইউনিয়নের নুরু কাজী বাড়ি মসজিদ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।