বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার।। বৃহস্পতিবার বিকাল ৩টায় বরিশাল সিস্টার্স’ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এম এ আউয়ালের সভাপতিত্বে, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এস (আনিস-রবিউল)’র, বরিশাল সদর উপজেলা ও বরিশাল মহানগরের কমিটি গঠন করা হয়। শিক্ষকদের ব্যাপক উপস্থিতিতে ও সর্ব-সম্মতিক্রমে, বরিশাল সদর উপজেলার সভাপতি পদে, মোঃ মাসুদ খলিফা, সাধারণ সম্পাদক পদে কে এম ইব্রাহীম এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী মাইদুল ইসলাম নির্বাচিত হয়।
বরিশাল মহানগর কমিটির সভাপতি পদে মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম পলিন্স এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাসুদ খান নির্বাচিত হয়।
উক্ত সভায় উভয় কমিটির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।