বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি-২০২০ইং সালের পরীক্ষার্থী মারজানা আক্তার(১৯) গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। এঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারন ডায়েরি নথী ভুক্ত করা হয়ছে। জিডি নং-৬৫১, তাং-১৬-০১-২০২০খ্রিঃ।
সাধারণ ডায়েরি সূত্রে জানাযায় ,উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের বজলুর রহমান সিকদারের মেয়ে মারজানা আক্তার প্রতিদিনের ন্যায় ১৪ জানুয়ারি কলেজের উদ্দিশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফিরে আসেনি।
পরিবার সূত্রে জানাযায়, ১৫ জানুয়ারি মারজানা ঘরের নম্বরে ফোন দিয়ে কিডনাপের কথা বলে। সে জানায় বাবুগঞ্জ কলেজ গেইট বসে ফেইজবুকে পরিচিত এক বান্ধবি তাকে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে নিয়ে গেছে কুমিল্লা নাঙ্গল কোট এলাকার কোন এক জায়গায় । সেখান থেকে পালিয়ে বাড়িতে ফোন করে বলে জানায় মারজানার পরিবার। এর পর থেকে তার ফোন বন্ধ রয়েছে।
পরিবারের পক্ষ থেকে নিখোঁজের সন্ধানের জন্য সবার কাছে অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ মারজানার খোঁজ পেয়ে থাকে তাহলে পরিবারের ০১৮৮২৭৮৯৮১৫ ও প্রতিবেদকের ০১৭২১৮০৭৮৭৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।