বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও ৮ উপদেষ্টা, ৩৭ ভাইস চেয়ারম্যান ও ১৪ জনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। শুক্রবার তাদের নাম ঘোষণা করা হয়েছে। এ তালিকায় আছেন বরিশালের মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপস। ৩৭জন ভাইচ চেয়ারম্যানের মধ্যে বরিশালের রয়েছেন অধ্যাপক মহসিন ইসলাম হাবুল এবং ১৪জন যুগ্ম মহাসচিবের একজন হচ্ছে ইকবাল হোসেন তাপস। বজাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক পার্টির কেন্দ্রীয় কমিটিতে তাদের নিয়োগ দিয়েছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।