বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে উপজেলা শিক্ষা অফিস আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার।
এ সময় ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, ডাঃ ফাতেমাতুজ জোহরা বৃষ্টি, ডাঃ মাহমুদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিরিন আকতার, সাগরিকা রাহা, মোঃ নিজাম উদ্দিন, রিপন কুমার দাস, আঃ রাজ্জাক, সারাহ সুলতানা, প্রধান শিক্ষক লুৎফুন্নেছা, এ্যাডঃ মোঃ শাহিন। উপস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাস। ফলাফল সংগ্রহ করেন প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও এইচ.এম জসিম উদ্দিন। রবিবার বিকালে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান।