বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর কাউনিয়ার ভাটিখানা বাজারের পান্থ সড়কে অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের একটি অভিযানিক দল।
শনিবার ১৮ জানুয়ারী রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছে বরিশাল র্যাব-৮ এর মেইল বার্তায়। মেইল বার্তায় আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে পটুয়াখালী জেলার একই উপজেলার লাউকাঠি গ্রামের মৃত দিলীপ কুমার দাসের পুত্র পিযুষ কুমার দাসকে ইয়াবাসহ আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১৩৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করে র্যাবের অভিযানিক দলটি। এঘটনায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।