বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্লার্ক) আইন বাস্তবায়নের দাবীতে বিক্ষাোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যরা।
মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতি উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ডিসি কোর্ট ভবনের সামনের সড়ক হয়ে ফায়ার সার্ভিস রোড, গোড়স্থান
রোড, নিউমার্কেট হয়ে প্রসেক্লাবের সামনে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ করে সমিতির শতশত সদস্যরা।
জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি কেন্দ্রীয় কমিটির উচ্চ পরিষদ সদস্য মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমানের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আঃ সাত্তার মিয়া, সাবেক সভাপতি মোঃ মাহাবুব আলম, সাবেক সাধারন সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ আমির হোসেন, কলাপাড়া শাখার সভাপতি মোঃ আবুল কালাম গাজী, সাধারন সম্পাদক আঃ হাই, জামাল হোসেন আফজাল, আহসান উল্লাহ প্রমুখ।
বক্তারা বাংলাদেশ আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্লার্ক) অবিলম্বে বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী করেন।