বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ কোস্ট গার্ড আন্তঃ জোন-বেইস টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা – ২০২০ বিসিজি বেইস অগ্রযাত্রা, পটুয়াখালী এর ব্যবস্থাপনায় স্পোর্টস কমপ্লেক্সে ২৫ জানুয়ারি শুরু হয়েছে।
উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কমান্ড্যান্ট ক্যাপ্টেন এম মনিরুল আলম, (এস), পিএসসি, বিএন। উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির প্রধান সমন্বয়কারী কমান্ডার এম আবু সাঈদ, (সি), বিএন, বিচারকমন্ডলীর সদস্য লেঃ কমান্ডার এম ফয়জুল ইসলাম মন্ডল,(জি), বিসিজিএম, বিএন, স¤¦নয়কারী লেঃ কমান্ডার এম এনায়েত উল্লাহ (এসডি)(পিএন্ডআরটি), বিএন, এবং সার্জন লেঃ এম ফাইজুর রহমান মিরাজ, এএমসিসহ বেইসের সকল কর্মকর্তা ও নাবিকগণ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে কোস্ট গার্ড এর ৪ টি জোন (ঢাকা , চট্টগ্রাম, মংলা, ভোলা) ও বিসিজি বেইস অগ্রযাত্রাসহ মোট ৫টি দল। ##