বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল প্রতিনিধি \ বরিশাল নগরীতে ১শ’ পিচ ইয়াবাসহ জাহিদুল ইসলাম মাহিন (২৬) নামে এক মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে ২৭নং ওয়ার্ডের আবু হানিফের ছেলে।
রবিবার রাতে নগরীর ২০নং ওয়ার্ডস্থ কলেজ এভিনিউ লেচু শাহ্ সড়কের ৪র্থ লেনের মূখের বিপরীতে লাইটিং হাউজের সামনের পাকা রাস্তার উপর অবস্থানকালে গোয়েন্দা শাখার পুলিশ এসআই মোঃ হেলালুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়। এসময় আটকৃতের কাছ থেকে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এব্যাপারে নগরীর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় গোয়েন্দা ডিবি অফিস।