বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে বেলুন ও কবুত উড়িয়ে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়, দিলারা বেগম, রোলান্ড চাকমা ও আসাদ। প্রতিযোগিতা কমিটির আহবায়ক সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মোঃ শওকত হোসেন, যুগ্ম আহবায়ক সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।