বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ \ বাংলাদেশ ওয়াকার্স কেন্দ্রীয় সভাপতি রাসেদ খান মেনন (এমপি) বলেছেন, আমরা নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করে প্রতিষ্ঠিত হলেও দেশ থেকে দূর্নীতি বন্ধ হয়নি। আমরা সিটি নির্বাচনে ভোটের বাক্সে জোয়ার দেখব কিনা জানিনা। আমি নির্বাচন কমিশনারকে বলি আজিজ কমিশনার হবেন না মানুষকে ভোটের দিকে থেকে মুখ ফিরিয়ে না নেয় তার দিকে খেয়াল করবেন আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই।
আমরা ঢাকার দুই সিটিতে নির্বাচনের ইমেজ দেখতে পেয়েছি সেই সাথে ওয়াকার্স পার্টি সহ চৌদ্দ দল মাঠে কাজ করছে আমরা জয়ী হব তার পরেও যেন ভোটাররা ভোট কেন্দ্রে আসে সেই কাজটি করবেন। আমি এই কথাগুলো বলি একারনে অনেকে আমার প্রতি বিরুপ মনোভাব দেখায়।
মঙ্গলবার (২৮ই) জানুয়ারী বিকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
২১ দফার ভিত্তিতে ন্যায্যতা- সমতা প্রতিষ্ঠা সহ মুক্তিযুদ্ধের চেতনায় অসা¤প্রদায়িক জনগণতান্ত্রিক আধুানক বাংলাদেশ গড়ে তোলার বরিশাল বিভাগীয় সমাবেশের সভাপতি বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি কমরেড অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা (এমপি),এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (এমপি)।
বরিশাল ওয়াকার্স পার্টির আয়োজনে এসময় আরো বক্তব্য রাখেন জাকির হোসেন রাজু,আঃ খালেক,টি.এম শাহজাহান হাওলাদার, খান মোঃ রুস্তুম আলী,নুরুজ্জামান,অনিমেষ,ফাইজুল হক বালি ফারহিন ও শামীম শাহরুখ তমাল।