অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি শিক্ষার্থী এনি ।। কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন - The Barisal

অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি শিক্ষার্থী এনি ।। কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ১৭:৪৫
  • 1089 বার পঠিত
অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি শিক্ষার্থী এনি ।। কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ৯ দিনেও উদ্ধার হয়নি পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী এনি আক্তার (১৪)। উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন করে তারা। এ সময় বক্তব্য রাখেন
অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও আহসান দুয়ারী প্রমুখ। বক্তারা ওই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য
প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, অপহৃত ওই শিক্ষর্থী লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এসএস সি পরিক্ষার্থী। সে ২০ জানুয়ারী প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরন হয়। ফলে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছে ওই স্কুলছাত্রীর পরিবার। এঘটনায়
কলাপাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে।

এনির পিতা রাজিব মৃধা জানান, স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই মেয়েকে উত্ত্যক্ত করতো একই এলাকার রুবেল ও তার সহযোগীরা। এ বিষয়টি রুবেলের পরিবারকে জানানো হয়। এতে ক্ষুদ্ধ হয়ে রুবেল ২০ জানুয়ারি এনিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। তার পিতা আরো বলেন, আর ক’দিন বাধেই তার মেয়ের এস এসসি পরিক্ষা শুরু হবে। তার মেয়ে কোথায়, কীভাবে আছে জানেন না। মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত শিক্ষার্থী এনিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট