বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল নগরীর ১৩টি পয়েন্টে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিএমপি কমিশনার কার্যালয়ে সিসি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শাহাবউদ্দিন।
বিএমপির মিডিয়া বিভাগের দায়িত্বরত পরিদর্শক তানজিল হোসেন জানান, নগরীর আদালতপাড়া, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, কাকলীর মোড়, জেলখানার মোড়সহ গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে মোট ২৯টি সিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করা হবে কন্ট্রোল রুম থেকে। এর ফলে নগরীর নিরাপত্তার পাশাপাশি অপরাধ দমন আরও নিয়ন্ত্রণে আসবে।