বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
না কোনো গুঞ্জন নয়, নয় কোনো বিতর্ক। অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে দারুণ কিছু সময় কাটানোর কথাই বললেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
বিশেষ করে গত বছরের শেষ দিকে মেহজাবিনের সঙ্গে কাটানো একটা মুহূর্তের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মিরাজ।
নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা এমন একটি ছবির ক্যাপশনে জাতীয় দলের তরুণ এই ক্রিকেটার লিখেছেন, ‘মেহজাবিন আপির সাথে কাটানো কিছু দারুণ মুহূর্ত।’
প্রসঙ্গত, ২০১৬ সালে টেস্ট দিয়ে জাতীয় দলে নাম লেখান মিরাজ। সে থেকে এখন পর্যন্ত দেশের হয়ে ২২ টেস্টে অংশ নিয়ে ঝুলিতে পুরেছেন ৯০ উইকেট।
সাদা পোশাকের ক্রিকেটের পাশাপাশি একদিনের ক্রিকেটেও তার পারফরম্যান্স মন্দ না। অদ্যাবধি ৩৮ ওয়ানডে খেলে ৩৭ উইকেট শিকার করেছেন মিরাজ।