বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল নগরের ক্লাব রোডে জননী কুরিয়ার সার্ভিসে র্যাব-৮ এর সদস্যদের সহযোগীতায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এরআগে বৃহষ্পতিবার দিবাগত রাতে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিমের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য পরিবহন ও মজুত করার অপরাধে কুরিয়ারের ম্যানেজার মো: লোকমান হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন মো: জাকিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২২ দিনের মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে অভিযান পরিচালনাকালে ২ শত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।