বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার \বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে হাসপাতালে খোলা হয়েছে আলাদা একটি ইউনিট এবং ব্যপক সতর্ক রয়েছেন চিকিৎসকগন। প্রাাণঘাতি এই ভাইরাস চীনে ভয়বহ রূপ নিয়েছে। এজন্য রেড এলার্ট জারি করা হয়েছে বাংলাদেশেও। এর অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে বরিশাল শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাই সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে ৫ শয্যা বিশিষ্ট আলাদা ইউনিট। যা পূর্বে ¯েøয়াই ফ্লুর ইউনিট হিসেবে ব্যবহৃত হয়েছিল। গতকয়েক দিন যাবৎ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে এ ব্যবস্থা গ্রহন করেন। এর আগে নোভেল করোনো ভাইরাসের জন্য সতকর্তা হিসেবে করনীয় বিষয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরিশাল সিভিল সার্জন, শেবাচিম ও জেনারেল হাসপাতালে চিঠি পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনলয়ের ওই নির্দেশে হাসপাতাল গুলোতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। জানা গেছে, গত মাসের ২৭ জানুয়ারী সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল সহ দেশের সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের সাথে করোনা ভাইরাস নিয়ে আলোচনা সভা করেন। সেখানে সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করার জন্য আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা দেন। তার পরিপেক্ষিতে বরিশাল শেবাচিমে স্থাপন করা হয় নোভেল করোনো ইউনিট। শেবাচিমের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান জানান, এখন পযর্ন্ত নভেল করোনো ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ আসেনি। কোন রোগীর ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্ব করা হচ্ছে। এ বিষয়ে বরিশাল শেবাচিমের উপ-পরিচালক ডাঃ আবদুল রাজ্জাক জানান, নোভেল করনো ভাইরাস মোকাবেলায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক ভাবে একটি নতুন ইউনিট খোলা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তিনি আরো বিস্তারিত জানাতে পারবেন।