বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। যার কারনে পূর্বের থেকে বেড়েছে দুটি কেন্দ্রও।
বরিশাল বোর্ড সূত্রে জানা যায়, এবার বিভাগের ছয় জেলার মোট ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রণ করছেন। বরিশাল জেলায় ৩৭ হাজার ৮১৭ জন, ঝালকাঠিতে ১০ হাজার ৫৮১ জন, পিরোজপুরে ১৩ হাজার ২৮৯ জন, পটুয়াখালীতে ২১ হাজার ৭৭৯ জন, বরগুনায় ১২ হাজার ১৫৯ জন ও ভোলায় ১৭ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী রয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ ইউনুস বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা সব জেলার জেলা প্রশাসকদের নিয়ে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে সকল বৈঠক করেছি, এছাড়া দফায় দফায় বৈঠক করে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
তিনি আরও বলেন, এবার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই, আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে এ বিষয়ে কাজ করছেন।