বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি অবশেষে প্যারোলের আবেদন করছেন? তিনি প্যারোলের আবেদন করতে চান বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি তিনি কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও একটি সূত্র জানিয়েছে।
আইন অনুযায়ী খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে সেই আবেদন তাকেই করতে হবে। এর জন্য প্রক্রিয়া শুরু করতে হবে। প্রক্রিয়ার অংশ হিসেবে খালেদা জিয়া তার নিকট আত্মীয়দের সঙ্গে দু-একদিনের মধ্যে দেখা করবেন। আত্মীয়রা তাকে যে দরখাস্ত দেবেন সেখানে বেগম জিয়াকেই জেল কর্তৃপক্ষের মাধ্যমে স্বাক্ষর করতে হবে। জেল কর্তৃপক্ষের মাধ্যমেই এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
তবে খালেদা জিয়ার পারিবারিক একটি সূত্র বলছে, প্যারোলের আবেদন করলেও তিনি দোষ স্বীকার বা ক্ষমা প্রার্থনা করবেন না। শুধু শারীরিক কারণেই এ আবেদন করা হতে পারে।