পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে - The Barisal

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২০, ১৮:৩৪
  • 772 বার পঠিত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২০ জন চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্প্রতি তারা চীন থেকে বাংলাদেশে এসেছেন।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে তাদের আলাদা সতর্ক অবস্থানে রাখা হয়েছে। মোট ১৪দিন এদের এভাবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এরপরে সবাই কাজে যোগদান করবেন।

করোনা ভাইরাসের সংক্রমণ আছে কি না তা নিশ্চিত হতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এসকল নাগরিকরা সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারসহ বিদ্যুৎ কেন্দ্রের বিশেষ মেডিকেল টিম তাদের চেকআপ করছেন।

ডা. চিন্ময় হাওলাদার জানান, সতর্কতামূলক পদক্ষেপ নেয়া ২০ চীনা নাগরিকের ১৭ জন ৩০ জানুয়ারি, দুইজন ২৩ জানুয়ারি এবং একজন ২৬ জানুয়ারি বাংলাদেশে ফিরেছেন। এখন পর্যন্ত এসকল চীনা নাগরিকদের মধ্য করোনাভাইরাসের কোনো ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়নি বলে তিনি নিশ্চিত করেছে এবং সকলে তারা সবাই সুস্থ রয়েছেন। শঙ্কার কিছুই নেই।

এদিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান কবির জানান, এখন পর্যন্ত এখানকার চীনা কর্মকর্তা বা শ্রমিকদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক বিরাজ করছে না। তবে সতর্কতার জন্য তাদেরকে আলাদাভাবে রাখা হয়েছে। প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট