বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে কেন্দ্রীয় কারাগারের রেজাউল করিম (হাবুল আমিন) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
৪৫ বছর বয়সী মৃত হাজতি রেজাউল করিম (হাবুল আমিন) বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং গৌরনদী থানার জিআর ২২৪/২০১৯ নম্বর মামলার আসামি ছিলেন।
শেবাচিম হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বুধবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ করে রেজাউলের বুকে ব্যথা অনুভব হয়। তাৎক্ষনিক ভাবে তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরী বিভাগের চিকিৎসক।