বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এলাকায় নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ মো. শাকিল হাওলাদার (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটক শাকিল ঝালকাঠীর রাজাপুরের পুটিয়াখালীর নিমতলা প্যাদা বাড়ীর হাওলাদার (২২) মো. মোস্তফা হাওলাদারের ছেলে। তিনি নগরীর বটতলা পাসপোর্ট গলির একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে পুলিশ জানিয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বৃহস্পতিবার সকালে নগর গোয়েন্দা পুলিশ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।