বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
dav
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী এ্যাডভোকেট কাজী আবুল কাসেম স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।
গতকাল ৬ ফেব্রæয়ারী বৃহষ্পতিবার সকাল ৯ টায় প্রধান অতিথি হিসাবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালেক্টরেট কার্যালয়ের সহকারী কমিশনার দিলারা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ এ্যাডভোটে সাইফুল আহসান কচি, সদস্য মোঃ সোহেল আহমেদ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিমা বেগম, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুল হক আজাদ, আম্পায়ার জাকারিয়া, হৃদয় ও রেজাউল হক। উদ্বোধনী দিনের খেলায় টিটিসি প্রথমে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৩ রান করে। টিটিসির রাকিব হোসেন সর্বোচ্চ ৩৯ রান করে ৮০ বলে। আজ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী বনাম শহীদ স্মৃতি বিদ্যানিকেতন স্কুলের মধ্যে একই মাঠে লড়াই হবে। #