বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার শান্তিবাগে ভয়াবহ অগ্নিকান্ড উপ-সহকারী কৃষিকর্মকর্তা অাঃ অাউয়াল মিয়ার অধাপাকা বসতঘরটি পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার ফজর নামাজের ১৫/২০ মিনিট অাগে এ অগ্নকান্ডের ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান। স্থানীয়রা জানায়, প্রথমে লিটু সিকদারের লোকশুন্য ঘরটিতে অাগুন লাগে, এর কিছুক্ষনের মধ্য পশ্চিমপাশা সদর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসারের বসতঘরটি কয়েক মিনিটের মধ্যে অাগুনে পুড়ে ছাই হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে অাগুন নিয়ন্ত্রনে অানতে সক্ষম হয়। অাগুন নিয়ন্ত্রনে সক্ষম হলেও ঘর ও ঘরের মধ্যে থাকা মূল্যমান অাসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এতে কমপক্ষে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারনা। অগ্নিকান্ডে কৃষি কর্মকর্তা নিঃস্ব হয়ে গেছেন বলে স্থানীয়রা জানান। পৌরসভার মেয়র মহিউদ্দিন অাহমেদ সকালে অগ্নিকান্ড স্থল পরিদর্শন করেন।