বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। বরিশালে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন পিঠা উৎসব। শুক্রবার এই উৎসব শুরু হয়। ‘মোজো’ কর্তৃপক্ষ এই উৎসবের আয়োজন করে। পিঠা উৎসবকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার, বিশেষ করে গৃহিনীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার শুরু হওয়া পিঠা উৎসব শেষ হবে শনিবার। দুই দিনব্যাপী উৎসবে ৩৫টি স্টল রয়েছে। এখানে ৬৪ ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য আছে নাগর দোলা ও গেইমিং জোন। আছে পিঠা খাদক প্রতিযোগিতা।