পটুয়াখালীর ওসি’র অপসারন দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল,কর্মবিরতি - The Barisal

পটুয়াখালীর ওসি’র অপসারন দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল,কর্মবিরতি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২০, ২০:২৯
  • 970 বার পঠিত
পটুয়াখালীর ওসি’র অপসারন দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল,কর্মবিরতি

All-focus

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমানের অপসারন ও বিচার দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল, সমাবেশ, প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালিত।
গতকাল রবিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গন থেকে তিন শতাধিক আইনজীবী বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সোনালী ব্যাঙক মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ করে। সেখানে বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম বক্তব্য রাখেন। এ সমাবেশে সদর থানার ওসির অপসারন ও বিচার দাবী করে, পুনরায় বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয় হয়ে পুলিশ কার্যালয়ের সামনের সড়ক হয়ে পুনরায় জেলা আইনজীবী সমিতি ভবনের প্রাঙ্গনে শেষ হয়।
পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি এ্যাডভোকেট গোলাম অহিদ দুলু এর সভাপতিত্বে ও সাবেক পিপি এড. হারুন অর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক জিপি আঃ হক ফরাজী, বারের সাবেক সভাপতি এ্যাড. আবুল কাসেম, সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জিপি এড. সাহাবুদ্দিন, সাবেক জিপি এড. আলতাফ হোসেন, বারের সাধারন সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন তালুকদার স্বপন, সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ হারুন, সাবেক সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান মৃধা, এড. মোঃ মহসীন, এড. দেলোয়ার হোসেন, এড. জাহাঙ্গীর হোসেন, এড. আরিফুর রহমান, এড. মাকসুদুর রহমান, এড. শওকত হোসেন, এড. শুভ্র, এড. হাসান, এড. উজ্জ্বল বোস, এড. আবদুল্লা আল নোমান, এ্যাডভোকেট সিকদার বাদশা আলম প্রমুখ।
বক্তারা বলেন, ওসি মোস্তাফিজুর রহমান চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভিকটিম এ্যাডভোকেট মোঃ বশিরুল আলম (সন্ত্রাসীদের হামলায় আহত জখমী) এর মামলা না নেয়ায় এবং আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরন করার তীব্র নিন্দা জানিয়ে তার অপসারন দাবী করেন। ওসিকে অপসারন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুশিয়ারী করেন।
প্রকাশ, পটুয়াখালী জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোঃ বশিরুল আলম ৭ ফেব্রæয়ারী শুক্রবার সকালে পিটিআই রোডস্থ বাসার বাউন্ডারি দেয়াল নির্মান কাজ করাচ্ছিল। এ সময় মোতালেব আকন নামক এক ব্যক্তি তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ টাকা দিতে অস্বীকার করায় প্রানাশের হুমকি দিয়ে কাজ বন্ধ করার কথা বলে চলে যায়। এর কিছুক্ষন পর মোঃ তুহিল (৩২), শামিম (৪০), টিু (৪৫), আঃ মোতালেব আকন (৫৫)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন সন্ত্রাসী লোহার রডসহ দেশী তৈরী অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে এ্যাডভোকেট মোঃ বশিরুল আলমের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ চাঁদা টাকা দিতে অস্বীকার করার সাথে সাথে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা সুকেস এর ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা ও স্বনূালংকার নিয়ে যায়। এ ঘটনায় মামলা করার জন্য এড. বশিরুল আলমের ভাই এড. সিকদার বাদশা আলম, বারের সাবেক ৫জন সেক্রেটারী সহ ৩০/৪০জন আইনজীবী সদর থানায় ওসির কাছে গেলে আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন এবং মামলা নেয়া যাবে না বলে বলেন। এ মামলা নেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য বারের ১ নং সদস্য এড. মোঃ শাহজাহান মিয়া ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি মোবাইল ফোনে মামলা নেয়ার জন্য বললেও ওসি মামলা নেননি। এ ঘটনা আইনজীবী মহলে ছড়িয়ে পরলে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আজ সোমবার মানববন্ধন কর্মসূচী পালন করার কর্মসূচী ঘোষনা করা হয়েছে প্রতিবাদ সভায়। ওসির অপসারন ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুশিয়ারী করেন আইনজীবীরা। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট