কি অপরাধ ছিলো আমার এই ক্ষুদ্র শরীরের: সানাই - The Barisal

কি অপরাধ ছিলো আমার এই ক্ষুদ্র শরীরের: সানাই

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ০৫:১২
  • 1115 বার পঠিত
কি অপরাধ ছিলো আমার এই ক্ষুদ্র শরীরের: সানাই
সংবাদটি শেয়ার করুন....

সানাই মাহবুব। সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইতোমধ্যে চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। ক্যারিয়ার শুরু পর থেকেই বিভিন্ন সময়ে বিতর্কের শিকার হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব সানাই। প্রায় প্রতিদিনই নিজস্ব ছবি শেয়ার করেন তিনি।

ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা হয়েছিল তাকে। খোলামেলা ভিডিও পোস্ট করবেন না বলে মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।

তাকে নিয়ে সমালোচনা নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। এ নিয়ে বেশ কয়েকবার সরবও হয়েছিলেন তিনি। নতুন করে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন সানাই।

নিজের শয়নকক্ষের ছবি শেয়ার করেছেন ক্যাপশনসহ। সেখানে নিজের ক্ষোভ জানিয়েছেন তিনি।

হৃদয় ভাঙা ইমুজিসহ নিজের ফেসবুক পেইজে সানাই লিখেন, ‘সে কেনো আমার সাথে এমন করলো??? কি দোষ ছিলো আমার! কেনো সমাজ ব্যবস্থা এতো নিম্নমানের! সব দোষ কি কেবল একটা মেয়ের?? কেনো কেউই বোঝার চেষ্টা করলো না আমাকে! শুধু শরীর টাই কি সব??? কি অপরাধ ছিলো আমার এই ক্ষুদ্র শরীরের! আমার এই নারী শরীরের মোহে পড়েছিলো সে, কি দোষ ছিলো আমার! কেনোইবা মিথ্যা ভালোবাসার নাটক করলো আমার সাথে! কি দোষ ছিলো আমার!’

উল্লেখ্য, প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহাবুবের হাত ধরে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান সানাই। তার পরিচালনায় ‘ভালোবাসা ২৪/৭’ নামের একটি ছবিতে জায়েদ খানের বিপরীতে যুক্ত হন সানাই। ছবিটির কিছু অংশের কাজ বাকী রয়েছে। তবে এরইমধ্যে আরো কয়েকটি ছবিতে যুক্ত হয়েছেন এবং ‘ময়নার ইতিকথা’ নামের ছবির কাজ শেষ করেছেন সানাই। দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। তার অভিনীত ‘সুপ্ত আগুন’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট