বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
Exif_JPEG_420
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি /পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের ভবন নির্মান কাজে নিয়োজিত পলাশ হাওলাদার (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল চারটার দিকে ক্রেনের রশি ছিড়ে বাকেট তার মাথার উপরে পড়ে। তাৎক্ষনিক অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত পলাশ বরগুনা জেলোর কেওড়াবুনিয়া ইউনিয়নের তুলসীবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের ছেলে ও পায়রা বন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান নুরজাহান কন্সট্রাকশনের শ্রমিক। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছে বলে জানিয়েছে কলাপাড়া থানা পুলিশ।