বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এম হেলাল উদ্দিন/ ভোলার বোরহানউদ্দিনে উপজেলায় মালবাহী ট্রলি চাপায় মো. আলাউদ্দিন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত আলাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুজন আলীর ছেলে ও বোরহানউদ্দিনের মানকিরহাট বাজারের মোশারফের হোটেলের কর্মচারী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আলাউদ্দিন সড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাসায় যাচ্ছিল। এসময় ভোলা থেকে বোরহানউদ্দিনের দিকে আসা একটি মালবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মমান্তিক মৃত্যু হয়। পরে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার ও চাপা দেয়া ট্রিটি জব্দ করে থানায় নিয়ে আসে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও ট্রলিটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরই ড্রাইবার পালিয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।