খাদ্য বৃদ্ধিসহ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর - The Barisal

পটুয়াখালীতে খাদ্য গুদাম উদ্বোধনকালে খাদ্য মন্ত্রী

খাদ্য বৃদ্ধিসহ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২০, ২২:০৯
  • 980 বার পঠিত
খাদ্য বৃদ্ধিসহ নিরাপদ খাদ্য নিশ্চিত  করতে বর্তমান সরকার বদ্ধপরিকর
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকের উৎপাদিত ধান-চালসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিৎ ও নিরাপদ খাদ্য সরবরাহ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। কোন ক্রমেই কৃষকরা যাতে হয়রানীর শিকার না হয়, সেদিকে খেয়াল রেখেই প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলস ভাবে কাজ করছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকদের কল্যানে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে বিনেমূল্যে সার, বীজ সরবরাহ, কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়া পটুয়াখালীতে খাদ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুমকী উপজেলায় গোডাউন নির্মান করা হয়েছে। এটি উদ্বোধনের মাধ্যমে উপজেলার ভিজিডি, ভিজিএফ সহ সরকারের সকল সহযোগিতার খাদ্যশস্য মজুদ ও বিতরন এখন থেকে সহজতর হবে। পাশাপাশি কাল থেকে উপজেলায় উপজেলায় আমন ধান ক্রয় শুরু করার নির্দেশ দেন তিনি।
বুধবার সকালে পটুয়াখালীর দুমকি উপজেলায় ১হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা বিশিষ্ট নব-নির্মিত খাদ্য গুদাম উদ্বোধন শেষে দুমকী উপজেলা পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন অতিরিক্ত লাভের আশায় খাদ্যে ভেজাল দেয়া হচ্ছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস তৈরি হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি উপজেলায় স্যানিটারী ইন্সপেক্টরদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারদেরকে কমিটি গঠন করার আহŸান জানান মন্ত্রী।
দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যড. হারুন অর রশীদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন, বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফারুক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ বিএম শফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #
উদ্বোধনী দিনে খাদ্য গুদামে ৬’শ মেট্রিক টন চাল মওজুদ করা হয়। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট