বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাশ নিয়মিতো চালু রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বৃহষ্পতিবার (১৩ ফেব্রয়ারি) সকালে থেকে বেলা ১১ টা পর্যন্ত শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসচি পালন করে। এসময় শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটে শতভাগ ক্লাশ
নিশ্চিত করা, দ্বিতীয় শিফটের জন্য নুতন শিক্ষক নিয়োগ দেয়া, ল্যাব গুলো সংস্কার করা, আবাসিক ব্যবস্থার উন্নয়ন ও সিট সংখ্যা বৃদ্ধি করাসহ ১০ দফা দাবির কথা জানিয়ে বক্তব্য ও শে-াগান দেয়।
ইনষ্টিটিউটের সিভিল বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমার জানান, তাদের দাবী মেনে নেয়া না হলে আগামী শনিবার থেকে লাগাতার আন্দোলন শুরু করবে। এদিকে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালনের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা
পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং ইনষ্টিটিউট প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।