কলাপাড়ায় শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদে সন্ত্রাসী হামলায় আহত ১৫ - The Barisal

কলাপাড়ায় শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদে সন্ত্রাসী হামলায় আহত ১৫

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ২১:২৭
  • 760 বার পঠিত
কলাপাড়ায় শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদে সন্ত্রাসী হামলায় আহত ১৫
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ৭ম শ্রেনীর এক ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মহিপুর থানার নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে লিমন মুসুল্লি, বেল্লাল, ছগির, মুসা, লালমিয়া মুসুল্লি, শাহিন মুসুল্লি, জাকির মুসুল্লি, নুরুনবী হাওলাদার, মেহেদীকে স্থানীয়রা গুরুতর
অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ওই গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহতদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের জব্বার মুসুল্লির ৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়ই উত্তক্ত করে একই এলাকার হেল্লাল খলিফা। গ্রামবাসীরা এর প্রতিবাদ করে। বৃহস্পতিবার সকালে হেল্লাল খলিফা বহিরাগত বখাটে সন্ত্রাসীদের নিয়ে নিজামপুর গ্রামে হামলা চালায়। এতে ওই গ্রামের কমপক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহতদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে।

নিজামপুর গ্রামের জব্বার মুসুল্লি বলেন, তার মেয়েকে হেল্লাল খলিফা স্কুলে যাওয়া আসার সময় প্রতিদিনই উত্তক্ত করে আসছে। এমনকি বাড়িতে ডুকে শ্লীলতাহানীর চেষ্টাও করে।

আহত জকির মুসুল্লি বলেন,স্কুল পড়–য়া তার ভাইয়ের মেয়েকে হেল্লাল খলিফা প্রতিদিনই উত্তক্ত করে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার শালিস ব্যবস্থা হয়েছে। এর সোধ নিতে বৃহস্পতিবার সকালে তার বহিরাগত বখাটে সন্ত্রাসী দলবল নিয়ে এ হামলা
চালায়।

মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.নাসির উদ্দিন এ ঘটনার তিব্রনিন্দা ও সুষ্ঠু বিচারের দাবী জানান। মহিপুর থানার ওসি সোহেল অহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়েছিলম। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট