বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার যুবলীগ নেতা জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বির্ল্ডাসের সঙ্গে আগারগাঁওয়ে রাজস্ব ভবন, সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন ভবন নির্মাণসহ সরকারি ১০ প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে এনবিআরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
অস্ত্র, মাদক, মুদ্রা পাচার মামলায় গ্রেফতার জি কে শামীমের প্রতিষ্ঠান ১৬টি সরকারি প্রকল্পের প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ করছিল। শামীম গ্রেফতারের পর অধিকাংশ প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে যায়। তাই আইন অনুযায়ী চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তার প্রতিষ্ঠানের অধীনে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আরো রয়েছে সোহরাওয়ার্দী হাসপাতাল ভবন, পাবলিক সার্ভিস কমিশন ভবন, আশকোনা র্যাব সদর দফতর, পঙ্গু হাসপাতাল, এনজিও ভবন, ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়।