বরিশাল ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। বরিশালের সাহেবেরহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত আড়াই টার দিকে এঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যাক্ষর্শিরা জানায় বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারের কলবাড়ি রোড এলাকার মায়ের দোয়া পাখি হাউজে আগুন লাগে। এসময় পাশের বসত ঘরের বাসিন্দা জতিন্দ্র অগ্নি সংযোগের টের পেয়ে ডাক চিতকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মায়ের দোয়া পাখি হাউজের সব কিছু পুরে যায়।
ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন্দর থানা পুলিশ। তবে আগুনে সূত্রপাত এখনো জানা যায় নি।