বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল নগরীর সদর রোড থেকে রোগীর ৪ জন দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্যাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বীর নেতৃত্বে বুধবার দুপুরে নগরীর সদর রোডের বাটারগলিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আটককৃকতরা সদর রোড থেকে গ্রামগঞ্জের রোগীদের ভুল তথ্য দিয়ে নগরীর বিভিন্ন ডায়গনস্টিক সেন্টার এবং অখ্যাত চিকিৎসকের চেম্বারে পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। সেখানে রোগীরা প্রতারণার শিকার হতেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী জানান, দালালদের মধ্যে দণ্ডবিধির ২৯১ ধারায় মো. সাদ্দাম, মো. মিজান ও মো. ইমনকে ১ মাস করে এবং মো. স্বপনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।