বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপার্টার।। যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে একুশের প্রথম প্রহরে (১২টা ১ মিনিট) বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পার্ঘ অর্পণ করেন সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ্।
এরপর বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিআইজির পক্ষে অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম নিজ নিজ দফতর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।