বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। বরিশালে ল’ (আইন) প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় বি এম কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশালের জেলা প্রশাসক এম এম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত পরীক্ষার্থীদের নাম জানা যায়নি।
অজিয়র রহমান জানান, শনিবার ল’ প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় চুক্তি ও টর্ট আইন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। বরিশাল সরকারি ব্রজমোহন (বি এম) কলেজ কেন্দ্রে বিভিন্ন হলে অনুষ্ঠিত এ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।