বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ২৫ফেব্রæয়ারি।।পটুয়াখালীর কালাপাড়ায় সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী’র আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনার (তদন্ত) দুর্নীতি দমন কমিশন এ এফ এম আমিনুল ইসলাম। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড: নাথুরাম ভৌমিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, সততা সংঘের সদস্য ইতি মৃধা ও অর্পা বিশ্বাস প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এ এফ এম আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে যদি সততার চর্চা থাকে তাহলে দেশ পরিচালনার জন্য তারা যখন দায়িত্ব গ্রহন করবে তখন তারা সততা থেকে এক চুলও বিচ্যুতি হবে না।